ছাত্র সমাজের বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার পূর্নাঙ্গ কমিটি: সভাপতি মুন্না,সম্পাদক আজম

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩ | আপডেট: ১:০৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

বাবুগঞ্জ প্রতিনিধি: আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির রাজনীতি চাঙ্গা করতে মূল দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড।এরই ধারাবাহিকতায় জাতীয় ছাত্র সমাজের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি।
শুক্রবার ২০ জানুয়ারি বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখায় মাহেদুল ইসলাম মুন্না কে সভাপতি ও মোঃ আজম খান কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেছে জাতীয় ছাত্র সমাজের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক হাদিসুর রহমান খান ও যুগ্ম আহবায়ক মাইনুল সরদার।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে রবিউল ইসলাম রাতুল, মোঃ রিমন ও জাহিদুল হাসান জয় কে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রবিউল ইসলাম বাপ্পি ও মোঃ সাকিবকে। সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছে আমিনুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে বরিশাল-৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু এর উপস্থিতে অনুমোদিত কমিটি ঘোষনা করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email