বাবুগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন সজাগ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩ | আপডেট: ৭:৩৭:অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সজাগ’র উদ্যোগে শতাধীক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বেলজিয়াম প্রবাসী মিজানুর রহমান চিনু ও কম্বোডিয়া প্রবাসী সৈয়দ আকাশসহ সজাগের সকল শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের সহযোগিতায় কম্বল বিতরণ করেন সজাগ’র সেচ্ছাসেবীরা।
শুক্রবার বিকালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের হলরুমে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সজাগ সভাপতি সিনিয়র প্রভাষক মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিটি ব্যাংক এর পটুয়াখালী শাখা ম্যানেজার কাজী মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ইঞ্জিনিয়ার নয়ন, আরিফুর রহমান অপু, সৈয়দ তৌকির হোসেন, ইকবাল মাহমুদ, রেদওয়ান সাগর,রাহাত মাহমুদ, আবুল হোসেন, ফয়সাল, রাকিবুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা সেচ্ছাসেবী সংগঠন সজাগ এর সাফল্য কামনা করে ভবিষ্যতে জনসেবামূলক কাজ অব্যহত রাখার অনুরোধ করেন ও সবসময় সজাগের সমাজ সেবামূলক কার্যক্রমে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email