ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায়

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩ | আপডেট: ১০:২৪:অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

আমরা অনেকেই ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় না জানার কারণে ইংরেজি শব্দের ভুল উচ্চারণ করে থাকি। আমরা প্রায় তিনশত বছর ধরে এধরনের উচ্চারণে অভ্যস্থ হয়েছি। যা সব সময় বিধি সম্মত না হলেও বহুল ব্যবহারের ফলে প্রতিষ্ঠা অর্জন করেছে। সঠিক ইংরেজি উচ্চারণের জন্য International Phonetic Association সমর্থিত দানিয়েল জোনস ও এ.এস. হর্নবাই রচিত অভিধান অনুসারে নিচে ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় দেওয়া হলো। আশা করি এর মাধ্যমে আপনি নতুন কিছু শিখবেন। এছাড়াও অফলাইনে অনুশীলনের জন্য ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় PDF দেওয়া আছে। চাইলে সেটি ডাউনলোড করে অফলাইনে অনুশীলন করতে পারবেন।

 

 

সম্পূর্ণ শীটটি পিডিএফ ফাইল করা ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

 

ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায়

জেনে নিন ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায়

  • Rule:1⇨ U + Consonant + Vowel হলে U এর উচ্চারণ সবসময় ইউ হয় । যেমন:

Moliecule – মলিকিউল ( অণু )

Mute – মিউট ( নির্বাক )

Tube – টিউব ( নল )

Mute – মিউট ( নির্বাক )

nude – নিউড ( অনাবৃত )

Humid – হিউমড ( সেঁতসেঁতে )

Mule –  মিউল ( খচ্চর )

  • Rule:2⇨ Consonant + R/L + U হলে U এর উচ্চারণ সচরাচর ঊ ( দীর্ঘ ) হয় । যেমন :

Fluent – ফ্লুঅ্যান্ট ( অনর্গল )

Flute – ফ্লুট ( বাঁশি )

Flu – ফ্লু ( ইনফ্লুয়েঞ্জা )

Fluid – ফ্লুইড ( তরল )

Brute – ব্রুট ( নির্দয় )

Clue – ক্লু  ( সূত্র )

Glue – গ্লু ( আঠা )

  • Rule:3⇨ U + e + এর পর Consonant না থাকলে U এর উচ্চারণ ইউ ( U ) হয় । যেমন:

Hue – হিউ ( রং )

Sue – স্যিউ ( আদালতে অভিযুক্ত করা )

Cue – কিউ ( অভিনেতার সংলাপের শেষ বাক্য যেখান থেকে অন্য অভিনেতা সংলাপ শুরু করে, সূত্র )

  • Rule:4⇨ কিন্তু U – এর আগে R বা L এককভাবে থাকলে তার পরে E বা Consonant + E/L থাকা সত্ত্বে ও তার উচ্চারণ হয় ”ঊ” (ূ)। যেমন:

Rue – রূ (দুঃখ, অনুতাপ)

Rule – রূল (নিয়ম,শাসন)

Lucid – লূসিড্ (উজ্জ্বল, স্বচ্ছ )

Rude – রূড ( ( অসভ্য )

 

সম্পূর্ণ শীটটি পিডিএফ ফাইল করা ডাউনলোড করতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email