সহকারি কমিশানার (ভুমি)বিহীন নলছিটি উপজেলা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩ | আপডেট: ৬:০২:অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

দীর্ঘ ৭মাস ধরে সহকারি কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড ছাড়াই চলছে ঝালকাঠির নলছিটি উপজেলা। যাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলাবাসিকে। এ অবস্থায় মাসের পর মাস ঘুরেও কাঙ্খিত সেবা না পেয়ে ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয় ভুক্তভোগিরা। টেরিলে ফাইলের পরে ফাইল জমা হয়েই যাচ্ছে কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না
উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, নলছিটি উপজেলায় ২০২২ সালের ৩ জুলাই অন্যত্র বদলি হয়ে যান সর্বশেষ কর্মরত সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার। এরপরে একে একে ৭টি মাস কেটে গেলেও এই পদটি এখনও শূন্য। এই পদে আর কেউ যোগদান করেন নি। নিয়মানুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
সেবাগ্রহিতা শাকিল জানান, আমি একটি নাম জারির জন্য আবেদন করেছিলাম। কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। অন্যান্য গুরুত্বপুর্ণ কাজ রেখে একাধিকবার ভূমি অফিসে আসা যাওয়া করতে হয়েছে। অনলাইন সিস্টেমে নামজারি ২৮দিনে নিস্পত্তি হওয়ার কথা থাকলেও আমারটি সম্পন্ন করতে ৫৫ দিন লেগেছে। ভূমি অফিস ছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভুমিকা পালন করে থাকেন সহকারী কমিশনার ভ‚মি (এসিল্যান্ড)।
উপজেলা ভূমি অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন জানান, সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) না থাকায় অনেক ফাইল জমা রয়েছে। দাপ্তরিক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কিছুটা হলেও কাজের গতি শ্লথ হয়েছে।

Print Friendly, PDF & Email