
আধুনিক ভাষাতাত্ত্বিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বাংলা ভাষার উচ্চারণে মোট সাতটি স্বরধ্বনির অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় যথা : অ, আ, ই, উ, এ, অ্যা, ও। ঈ এবং ঔ— এ বর্ণ দুটি ধ্বনির লিখিত রূপ থাকলেও বাংলা ভাষার উচ্চারণে এ দুটি স্বর পাওয়া যায় না। যেমন : বাড়ি ও বাড়ী এ দুটি শব্দের শেষের ই কিংবা ঈ ধ্বনিদ্বয়ের উচ্চারণে হ্রস্বতা বা দীর্ঘতার মূলগত কোনো পার্থক্য নেই। আবার ঐ এবং ঔ মূলস্বর নয়, দ্বিস্বর মাত্র ।
ঐ কে ‘অই’ (ওই) এবং ঔ কে অউ (ওউ) রূপে লিখলে প্রত্যেকেই যে দুটি স্বরধ্বনির সমষ্টি তা বোঝা যায়। উল্লেখ্য, লিখিত রূপ না থাকলেও বাংলায় ‘অ্যা’ স্বরধ্বনি আছে। যেমন : খেলা > খ্যালা = খ্ + অ্যা + ল্ + আ।
এই আর্টিকেলে ধ্বনি ও বর্ণ কাকে বলে ধ্বনি ও বর্ণ সম্পর্কে পরীক্ষায় আসে এমন সকল গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। যে তথ্যগুলো সকল পরীক্ষার্থীদের জন্য জানা গুরুত্বপূর্ণ।
সম্পূর্ণ শীটটি পিডিএফ ফাইল করা ডাউনলোড করতে ক্লিক করুন