
আমাদের দেশে প্রাইমারি লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে। কিন্তু সঠিক পদ্ধতিতে ইংরেজি না শেখার জন্য অধিকাংশ উচ্চ শিক্ষিত লোকেরাও সঠিক ভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারে না, যা সত্যিই খুব হতাশা জনক। পরীক্ষার জন্য Letter, Paragraph, Composition, Application, E-mail, Dialogue ইত্যাদি মুখস্ত করা এখন একটি সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে।
যদিও পরীক্ষার সিলেবাসে এগুলো অন্তর্ভূক্ত করার উদ্দেশ্য তা নয়। বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম এই আর্টিকেলটির মাধ্যেমে আপনি এমন কিছু অসাধারণ নিয়ম জানতে পারবেন যাতে করে পরীক্ষার জন্য আপনাকে আর Letter, Paragraph, Composition, Application, E-mail, Dialogue মুখস্ত করতে হবে না।
সম্পূর্ণ শীটটি পিডিএফ ফাইল করা ডাউনলোড করতে ক্লিক করুন