বাবুগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে পুলিশ নারী কল্যান সমিতির কম্বল বিতরণ

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২ | আপডেট: ১১:২৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

আরিফ হোসেন, বাবুগঞ্জ: বরিশালের বাবুগঞ্জে ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)।

বুধবার (২৮ ডিসেম্বর ) রাত সারে ৯টায় বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদী তীরবর্তী (মীরগঞ্জ) এলাকায় বেদে সম্প্রদায় ও অসচ্ছল শীতার্তদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কল্যান সমিতি (পুনাক) এর বরিশাল সভা নেত্রী তাহমিনা জয়নব প্রীতি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর সহধর্মিণী সিনিয়র শিক্ষক মোসামাৎ লুনা আক্তার, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, রাহিমা আক্তার, ওবায়দুল হোসেন, শাহিন হোসেন, সুমন সিকদার প্রমুখ।


অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান ও ওসি (তদন্ত) অলিউল ইসলাম।

প্রতি বছরের মতো এবারও দুস্থ ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে পুনাক।

Print Friendly, PDF & Email