এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মোঃ শামীম মোল্লাকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শুক্রবার সকালে কেওয়াবুনিয়া নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। ওই বিকেলে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের সেলিম মোল্লার ছেলে শামীম মোল্লা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। শুক্রবার সকালে মাদক বিক্রি করতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমানের নেতৃত্বে এস আই দাদন মিয়া ও এএসআই আমিনুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় এসআই দাদন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা শেষে এক কেজি গাঁজাসহ আটক শামীমকে আদালতে পাঠানো হয়েছে।