বাবুগঞ্জে চাঁদপাশা মাঃ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে জাকির হোসেন এর চমক। আরিফ হোসেন আরিফ হোসেন বাবুগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২ | আপডেট: ৬:৫৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয় (ঘটকেরচর) এর ম্যানেজিং কমিটির নির্বাচনে চমক দেখিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বারবার নির্বাচিত ইউপি সদস্য মোঃ জাকির হোসেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা’র উপস্থিতিতে পূর্বে নির্বাচিত অভিভাবক সদস্য ৫ জন, শিক্ষক প্রতিনিধি ৩ জন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ১ জন মোট ৯ জন সদস্য ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি নির্বাচিত করেন। মোট ৯ ভোটের ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য জাকির হোসেন। প্রতিদন্দ্বী প্রার্থী গোলাম রসুল খান পেয়েছেন ২ ভোট। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাবেক অভিভাবক সদস্য সাবেক সেনা সদস্য জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি ইউপি সদস্য জাকির হোসেন, প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম মাষ্টার, সাবেক সভাপতি আব্দুল হাই, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়র রফিকুল ইসলাম, সমাজ সেবক নুর মোহাম্মদ, মোবারক হোসেন আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, নব নির্বাচিত সদস্য গোলাম মোস্তফা, আমির হোসেন, কবির হোসেন, স্বপন রাড়ীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মণ্ডলী। http://gmnewsbd.com/wp-content/uploads/2022/12/VID-20221201-WA0016.mp4 এর আগে ২৮অক্টোবর উৎসব মুখর পরিবেশে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়। অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক সদস্য ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ইউপি সদস্য জাকির হোসেন প্যানেলের চার জন বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন হুমায়ুন কবির প্যানেলের ৪ জন। স্থানীয়রা বলেন, এই নির্বাচনে বিভিন্ন প্রতিকুলতা পেরিয়ে জাকির হোসেন মেম্বার চমক দেখিয়েছেন। আরও পড়ুন পুলিশের নির্দেশনায় মসজিদের মাইকিং, ডাকাত আতঙ্কে গ্রামবাসীর পাহাড়া বরগুনার আমতলীতে মোঃ আবুল কাশেমের ২৯তম গ্রন্থের মোড়ক উন্মোচন