দাখিল এর ফলাফলে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা শীর্ষে

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২ | আপডেট: ৩:৫৭:অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

প্রতি বছরের ন্যায় এবারও মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৩৪২জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৮জন জিপিএ ৫সহ শতভাগ উত্তীর্ণ হয়েছে। অপরদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারী উচ্চবিদ্যালয়ে ২২৪জন অংশগ্রহণ করে ৯১জন জিপিএ ৫ সহ শতভাগ উত্তীর্ণ হয়েছে। ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫২ জন অংশগ্রহণ করে ১০৭ জনে জিপিএ পেয়ে ২৫০জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে দুই জনে।
ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহীদুল ইসলাম জানান, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারন বিভাগে ৩৪২জন ছাত্র অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৮৮জন জিপিএ ৫ এবং ১৪১জন জিপিএ ৪ পেয়েছে। বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ১০২জন অংশগ্রহণ করে ৯০জনেই জিপিএ ৫পেয়েছে। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫প্রাপ্তিতে প্রথম স্থানে এবং সামগ্রিক বিষয়ে জিপিএ ৫ প্রাপ্তি ও ফলাফলের ভিত্তিতে সারাদেশের মাদ্রাসারগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা।
তিনি আরও বলেন, মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) ১৯৫৬সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদ্রাসাটি অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিলে (হাদিস, তাফসীর, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে। মুসলিম ঐক্যের প্রতিক আমীরুল মুছলিহীন মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ ফীডব্যাক ক্লাশ, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস এবং সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করেছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন তিনি।
কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ২৪জন অংশগ্রহণ করে ১৯জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ পেয়েছে ১জনে, বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

Print Friendly, PDF & Email