রাজাপুরে ৩ বছরের একমাত্র কন্যার জন্য বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২ | আপডেট: ৬:২০:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২

তিন বছরের একমাত্র শিশু কন্যার জন্য বাঁচতে চান ঝালকাঠির রাজাপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ক্যান্সার আক্রান্ত প্রভাষক নাহিদা সুলতানা (৪৫)। রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাধ্যমে সমাজের সকলের কাছে এ আকুতি জানান ক্যান্সার আক্রান্ত প্রভাষক নাহিদা সুলতানার স্বামী রাজাপুরের আবদুল মালেক কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুখ ইসলাম। এ সময় নাহিদার ফেসবুকে সহায়তা চেয়ে দেয়া একটি পোষ্ট কান্না জড়িত কন্ঠে উপস্থিত সকলের মাঝে পড়ে শোনান ফারুখ হোসেন।
পোষ্টে নাহিদা উল্লেখ করেন, আপনাদের সামান্য সহায়তায় বাঁচতে পারে একটি জীবন। জন্মিলে মরিতে হবে জানি। কিন্তু আমি বাচ্চার জন্য বাঁচতে চাই। আমি আমার একমাত্র ৩ বছরের মেয়ের ৪৫ বছরের জননী। আমি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দেশ বিদেশে ব্যায়বহুল চিকিৎসা করাতে সব কিছুই শেষ করেছি। আমার পরিবার আমার চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে অবস্থার আরো অবনতি হলে ডাক্তার আরো অন্তত ৬ টি ক্যামোথেরাপী দিতে বলেছে। যাতে সব মিলিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার দরকার। আমরা বেসরকারি শিক্ষক দম্পতি। আমাদের পক্ষে এই টাকার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই আজ আমি লাজ-লজ্জা ছেড়ে স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষিক, আমার প্রিয় শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, বিত্তশালীসহ সকলের কাছে দোয়া ও চিকিৎসা সহায়তা কামনা করছি।
সাহায্য পাঠানোর জন্য শিক্ষক দম্পত্তির বিকাশ (পার্সোনাল) ০১৭৩১৪৯৬৩৪১ এবং ইসলামী ব্যাংক রাজাপুর শাখার , হিসেব নাম্বার-২০৫০৩৯৩০২০০০১৫৭১৬। ### ২৫ নভেম্ববর ২০২২ইং।

Print Friendly, PDF & Email