ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

পুলিশের গুলিতে ব্রা²নবাড়িয়ায় ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝালকাঠি জেলা বিএনপি। মঙ্গলবার বিকেল ৩টায় শহরের আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারন সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, জেলা যুবদল আহŸায়ক শামীম তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা ছাত্রদল সভাপতি খান আরিফুর রহমান, সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণের চেষ্টাকালে কিছুদূর সামনে গেলেই পুলিশ তাতে বাধা দেয়। এতে পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় বিএনপির নেতাকর্মীদের। ### নভেম্ববর ২০২২ইং।
মোঃ শাহাদাত হোসেন মনু
ঝালকাঠি প্রতিনিধি
০১৭২১৫৩৬৪৫৬