বাবুগঞ্জ পাইলট বালিকা মাঃ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহম্মেদ আজাদ

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২ | আপডেট: ৫:০৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদিত ৪ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ।
১২সেপ্টেম্বর (সোমবার) ইকবাল আহম্মেদ আজাদ কে অন্তবর্তীকালীন (এডহক) কমিটর সভাপতি করে ওই কমিটির অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক শিক্ষা বোর্ড।

পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন ইসলাম কে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া শিক্ষক সদস্য জাহিদা আক্তার ও চুন্নু হাওলাদার কে অভিভাবক সদস্য করা হয়েছে।
শিক্ষা বোর্ড থেকে প্রেরিত চিঠিতে বর্তমান কমিটিকে ১২ সেপ্টেম্বর-২০২২ খ্রিষ্টাব্দ থেকে ১১ মার্চ- ২০২৩ সাল পর্যন্ত অর্পিত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
উল্লেখ্য এর আগে ইকবাল আহম্মেদ আজাদ বিদ্যালয়টির সভাপতি থাকাকালীন ব্যাপক অবকাঠামোগত ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে।

Print Friendly, PDF & Email