প্রথমবার মিউজিক্যাল ফিল্মে অভিনেত্রী আফিয়া
Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu)
বিনোদন প্রতিবেদক

ফাতেমা ফেরদৌসী (অনন্যা অনু), বিনোদন প্রতিবেদকঃ
এই প্রথম কোন মিউজিক্যাল ফিল্মে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাড়ালেন মডেল ও অভিনেত্রী ববিতা ইসলাম আফিয়া। এর আগে বিভিন্ন মাধ্যমে অভিনয় করলেও মিউজিক্যাল ফিল্মে এটাই তার প্রথম কাজ।
সাংবাদিক-অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং আসাদুজ্জামান আজাদের যৌথ পরিচালনায় নির্মিত “তোর নামে” শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে আফিয়ার বিপরীতে মডেল হয়েছেন ফয়সাল খান। গানটিতে কন্ঠ দিয়েছেন মো: শুভ এবং নওশিন সাদিবা। গান লিখেছেন সাজিন সালমান। কম্পোজ এইচ তূর্য।
ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন লোকেশনে মিউজিজ্যাল ফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে। কাজটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। খুব দ্রুত এই মিউজিক্যাল ফিল্মটি, শুভ মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।