এবার তেপান্তর গ্রুপের শুভেচ্ছাদূত হলেন নায়িকা অপু বিশ্বাস

Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu)

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ | আপডেট: ৪:৫৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

ফাতেমা ফেরদৌসী (অনন্যা অনু), বিনোদন প্রতিবেদকঃ

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। এবার তিনি হাউজিং প্রতিষ্ঠান তেপান্তরের শুভেচ্ছাদূত হলেন।

২ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তেপান্তর গ্রুপের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হন অপু। এ সময় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন চিত্রনায়িকা আঁচল আঁখি, সংগীতশিল্পী সালমা, অমি ও ফারুক ড্যান্স ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেপান্তর গ্রুপের ডিরেক্টর আলমগীর আহমেদ।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ছায়াবৃক্ষ’, ‘প্রেম প্রীতির বন্ধন’। এছাড়া এই নায়িকা খুব শিগগিরই অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’র শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email