দর্শকদের ভালো সাড়া পাচ্ছে রাসেল ও জারা’র ‘ভাইয়ারে’

Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu)

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ | আপডেট: ১:৪৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

ফাতেমা ফেরদৌসী (অনন্যা অনু), বিনোদন প্রতিবেদকঃ

শুক্রবার (০২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ভাইয়ারে’। প্রথম দিনেই দর্শকের সাড়া পাচ্ছে সিনেমা হল গুলিতে।সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রকিব। ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমা নিয়ে দর্শকের মাতামাতি এর মধ্য পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভাইয়ারে’।

এতে নায়কের চরিত্রে রাসেল মিয়া। যাকে কয়েক দিন ঢাকার রাস্তায় ভ্যানে মাইক এবং সিনেমার পোস্টার নিয়ে চালকের আসনে প্যাডেল মেরে আর নায়িকাকে নিয়ে ঘোড়ার গাড়িতে সিনেমাটির অভিনব প্রচারণা করতে দেখা গেছে।

রাসেল মিয়া বলেন, আমি চিন্তা করতে পারি নাই। আমার ছবিটা দেখতে এতো দর্শক হলে আসবে। আমরা শুক্রবার ঢাকায় মুক্তি পাওয়া হল চিত্রামহল গিয়ে ছিলাম। আজ কালের মধ্যে ঢাকায় বাহিরে যাবো।

তিনি আরও বলেন, প্রথম অবস্থা আমরা সারাদেশের পাঁচটি প্রেক্ষাগৃহ ভাইয়ারে সিনেমাটি মুক্তি পেয়েছে । আশা করছি সামনে সাপ্তাহে তিনগুণের বেশি হলে মুক্তি পাবে।

চিত্রনায়িকা সানিয়া জামান জারা বলেন, ‘ভাইয়ারে’ সিনেমাটি পরিবাবের সবাইকে নিয়ে দেখার মত ছবি। আমাদের জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করেছি।মুক্তির প্রথম দিনে যেভাবে সাড়া পেয়েছি। আশা করছি দর্শকরা হলে গিয়ে সপরিবারে ‘ভাইয়ারে’ সিনেমাটা দেখবেন।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন এলিনা শাম্মী, শবনম পারভীন, পীরজাদা হারুন, বড়দা মিঠু, সীমান্ত আহমেদ, হেলেনা জাঙ্গীর প্রমুখ।

‘ভাইয়ারে’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশি। গান গেয়েছেন এস আই টুটুল, মনির খান ও সুলতানা ইয়াসমিন লায়লা।

এটি প্রযোজনা করেছেন ফখরুল হোসেন। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

Print Friendly, PDF & Email