বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে-৪ আরিফ হোসেন আরিফ হোসেন বাবুগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২ | আপডেট: ৯:৫৫:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২ বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ঢাকাগামী শ্যামলী বাস চাপায় ভ্যানে থাকা ২ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় ও ২ জন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ঘটনাস্থলে নিহতরা হলেন মানিককাঠী এলাকার মোঃ জলিল হাওলাদার এর স্ত্রী শামিমা আক্তার পলি(৩৫), একই এলাকার মৃত আঃ লতিফের ছেলে মোঃ ফজলুল হক (৬৫) । চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ভ্যানচালক জয়নাল খান (৪৫)। সড়ক দূর্ঘটনা দেখতে এসে অসুস্থ হয়ে পরা রেনু বেগম (৩৮) স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন স্থানীয় এক স্বাস্থ্যকর্মী। রেনু বেগম উত্তর রহমতপুরে বড় মিয়াদের বাড়ি শাহ আলমের ঘরে ভড়া থাকতেন। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নিহত সামিমা আক্তার পলির মেয়ে মোসাঃ রাফিয়া (১২)। দূর্ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে। স্থানীয় ও নিহতদের প্রতিবেশী মোঃ বেলাল হাওলাদার জানান, ভ্যান চালক মোঃ জয়নাল খান মানিককাঠী থেকে ৫ জন যাত্রী নিয়ে রহমতপুর ব্রীজের দিকে আসছিলেন। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের( ঢাকা মেট্রো- ব ১৫০৮৭৩) একটি বাস রহমতপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া গতিতে এসে তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। খবর শুনে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনতা ক্ষীপ্ত হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে জরুরী ভিত্তিতে গতিরোধক স্থাপনের দাবি জানান। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসি। সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কতৃপক্ষের সাথে কথা বলে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে গতিরোধক স্থাপনের আশ্বাস দিয়েছেন। বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারেস জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া দুইজন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। আমরা এসে তাদের বুঝাতে সক্ষম হয়েছি। বর্তমানে সড়ক ছেড়ে দিয়েছেন জনতা। যানচলাচল স্বাভাবিক অবস্থায় এসেছে। আরও পড়ুন কাঠালিয়ার রুনু বেগম ক্যান্সার আক্রান্ত, মানবিক সহায়তা প্রয়োজন। বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার দুটির পাশে দাঁড়িয়েছেন আতিকুর রহমান