বাবুগঞ্জের নতুন ইউএনও নুসরাত ফাতিমা

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২ | আপডেট: ৬:১৯:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে নতুন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হিসেবে যোগদান করলেন নুসরাত ফাতিমা ।
২৫ আগস্ট বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম অফিস করেন।
মোসাঃ নুসরাত ফাতিমা ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। বাবুগঞ্জে যোগ দানের আগে তিনি সিলেটের সুনামগঞ্জ সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও সবশেষ ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ের কর্মরত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নুসরাত ফাতিমা বলেন, সকলের সহযোগিতায় বাবুগঞ্জ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। উপজেলার মানুষকে সেবাদানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। এজন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম পদন্নতি পেয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) হিসাবে যোগদান করলে নুসরাত ফাতিমা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পায়।

Print Friendly, PDF & Email