কালবেলা’য় ব্রান্ড ম্যানেজার হিসেবে যোগ দিলেন অভিনেতা ইভান সাইর

Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu)

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২ | আপডেট: ৬:৪৬:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

অনন্যা অনু, বিনোদন প্রতিবেদকঃ

নতুন উদ্যোমে শুরু হতে যাওয়া দেশের একটি জাতীয় দৈনিক কালবেলাতে ব্রান্ড ম্যানেজার হিসেবে যোগদান করেছেন অভিনেতা, উপস্থাপক ইভান সাইর। নিজের মূল পরিচয় অভিনয় শিল্পী হিসেবে এটাই বিশ্বাস করেন ইভান। তার পাশাপাশি ‘এমন একটি দায়িত্ব আমার জন্য চ্যালেন্জের এবং সম্মানের’ বলে মন্তব্য করেন তিনি। আরো বলেন কালবেলার পরিবার দেশের গণমাধ্যমের এই মুহূর্তে বাছাইকৃত শ্রেষ্ঠ মানুষদের নিয়ে গড়া। তাঁদের সাথে এমন একটি নামকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়।

ইভান সাইর নিশ্চিত করেন, তিনি নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন এবং যাবেন। পাশাপাশি উপস্থাপনাও। বেশ কিছু খন্ড নাটক এবং একটি ধারাবাহিক নাটকের কাজে ব্যস্ত হয়ে পড়বেন শীঘ্রই। তিনি আরো বলেন, ‘এবার সময় নিয়ে, ভালো গল্প ও চরিত্র নির্বাচন করে কাজ করার সুযোগ আরো বাড়বে ইনশাল্লাহ। কখনোই আমি জোয়ারে গা ভাসাতে চাইনি।’ সম্প্রতি নোকিয়া মোবাইল ফোনের ওভিসিতে মডেল হন এই অভিনেতা। এর মধ্যেই মানসম্মত কাজের জন্য আলাদা গ্রহনযোগ্যতা অর্জন করেছেন তিনি। প্রস্তুতি নিচ্ছেন আরো বড় পরিসরের।

প্রতিথযশা সাংবাদিক আবেদ খানের সম্পাদনায় ‘দৈনিক কালবেলা’ আসছে সেপ্টেম্বরেই বাজারে আসবে বলে জানা গেছে। একই সাথে কালবেলা অনলাইনও বিশাল সম্ভার নিয়ে হাজির হচ্ছে।

Print Friendly, PDF & Email