পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা: শামীম

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২ | আপডেট: ৮:৪১:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা পঞ্চমবারের মতে প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি।

এনামুল হক শামীম বলেন, খুনী মোশতাকরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে মানুষের হৃদয় থেকে নাম মুছে ফেলতে পারবে। যে নেতার ডাকে ছাত্র, কৃষক-জনতা উজ্জীবিত হয়ে তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেই নেতার নাম মানুষের হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবে না।

শামীম বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা মেধা, যোগ্যতায় সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। শেখ হাসিনা বেঁচে আছেন বলে মানুষ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আন্দোলন করতে শক্তি লাগে, বিএনপি সেই শক্তি নেই। আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। ষড়যন্ত্র মোলাবেলায় প্রয়োজনে দিনরাত রাজপথে থাকবো। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা পঞ্চমবারের মতে প্রধানমন্ত্রী হবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঐক্যের জাতিকে বিভক্ত করা হয়েছে। শেখ হাসিনা ফিরে আসার পর দেশ আলোকোজ্জ্বল ধারায় এসেছে, অন্ধকার দূরীভুত হয়েছে। তিনি সাহসের উপর ভর করে আমাদেরকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত করেছেন।

নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নিরন্তর যাত্রায় পাশে থাকলে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সমৃদ্ধির ধারায় এগিয়ে যাবো।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) মাকসুদ কামাল, বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. শামসুল আরেফিন, বাংলাদেশ বিমান লিমিটেড এর চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারসহ অনেকেই।

ঢাকাটাইমস

Print Friendly, PDF & Email