বিদ্যুতের লাইনম্যানের গাফিলতিতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২ | আপডেট: ৮:৩৭:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

বরিশাল জেলার মুলাদী উপজেলার বিদ্যুতের লাইনম্যানের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিদ্দিক আকন নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল (২২ আগস্ট) রোববার সকাল ৮ টার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. সিদ্দিক আকন ঘটনা স্থালের কাছাকাছি শশুর বাড়ি বসবাস করতো জানা গেছে তিনি পটুয়াখালী জেলার মহেশখালী বড়বিঘা ইউনিয়নের তিতকাটা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা রফিক হাওলাদার বলেন, আমার বাসার সাবনে মো. আবুল হাওলাদার এর জমির উপরে গাছের সাথে বিদ্যুতের তারের সংঘর্ষ হয়েছে আগুন ধরতে ছিল আমি তাৎক্ষণিক আমাদের গ্রামের আওতাধীন মুলাদী উপজেলার বিদ্যুতের লাইনম্যানের আব্দুল কুদ্দুসকে ২ বার মুঠোফোনে 0176940798.৷

এই নাম্বারে কল দিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করতে বলি তার পড়ে কিছু সময় পরে আমাকে কুদ্দুস কল দিয়ে লাইন বন্ধ করা হয়েছে একই নাম্বার দিয়ে সেটা সিওর করে দেয়। তারপর আমি গাছও জমির মালিক আবুলের বাসায় গিয়ে আমার বাসার সাবনে তার গাছের বৈদ্যুতিক সমস্যার কারণে আগুন লাগছে বলে সতর্কতা করে আমি অন্য জায়গায় চলে যাই। কিছু সময় পড়ে আমি বাসায় এসে শুনতে পাই আবুল হোসেন মো. সিদ্দিক আকন (৩৫) নামে এক দিনমজুর শ্রমিকে বৈদ্যুতিক সমস্যার হওয়ার কাছাকাছি অন্য গাছের ডাল কাঠার জন্য উঠায় বিদ্যুৎ অফিস আমাদেরকে না বলেই হঠাৎ করে লাইন চালু করে দেয়।

এতে গাছের উপরে কর্মরত মো. সিদ্দিক আকন গাছ থেকে পড়ে বড় ধরনের আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশালের শেরেবাংলা মেডিক্যাল নেয়ার পথে মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শী মো. আমির হোসেন জানান, ঘটনাস্থলের কাছাকাছি আমার বাসা হঠাৎ করে বড় ধরনের আওয়াজ পাই আমিসহ আরও কয়েক জন এসে সিদ্দিক আকনকে মাঠিতে পড়ে থাকতে দেখি তাকে উদ্ধার করে বরিশাল চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনা স্থালে মো. আবুল হাওলাদারকে না পাওয়া গেলেও তার মেয়ে রিয়া বলেন, আমার বাবা গাছে উঠায় তবে রফিক হাওলাদার আমার বাবাকে বলে বিদ্যুৎ বন্ধ আছে তার জন্য উঠায় আমার বাবা জানতো না এমন ভাবে হঠাৎ করে রফিক হাওলাদাকে না জানিয়ে বিদ্যুৎ চালু করে দিবে তবে রফিক হাওলাদারও জানতো না গাছ কাঠা হচ্ছে ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী তামিম বলেন, ওই শ্রমিক গাছের ডাল কাটলে তা বিদ্যুতের লাইনের উপড়ে পড়ে যায়। এ সময় ওই লাইনে বিদ্যুৎ থাকায় ওই ডাল বিদ্যুতায়িত হয়। ওই ডাল স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন। এ সময় স্থানীয়রা কয়েকজন তাকে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। বরিশাল জেলার মুলাদী উপজেলার বিদ্যুতের অফিস এর গাফিলতির বিষয়ে লাইনম্যানের কুদ্দুসকে কল দিলে শেখ সদর আলী রিসিভ করেন। তার কাছে এই বিষয়ে জানতে চাইছলে তিনি গাফিলতির বিষয়ে এরিয়ে গিয়ে বলেন, কুদ্দুস এখন নাই আমি এই বিষয়ে কিছু জানি না। বরিশাল কোওয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল করিম জানান, ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখন পযর্ন্ত এই বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি আমারা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করব -নিউজজি

Print Friendly, PDF & Email