
বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নূর আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিএপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের মাঠে বাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক টিম লিডার মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহব্বায় এ্যাড মজিবর রহমান নান্টু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আকতার হোসন তালুকদার মেবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবায়দুল হক চান। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম প্রিন্স ও সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল শিকদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, সাবেক সভাপতি সুলতান আহম্মেদ খান, উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদার, মোস্তাফিজুর রহমান ফারুক, মোঃ নজরুল ইসলাম বাদশা,ওহেদুল ইসলাম,কাজী নজরুল ইসলাম মিলন, দুলাল চন্দ্র শাহ, কামাল সরদার, শ্রমিক দলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, উপজেলা শেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদ বিস্বাস,সদস্য সচিব মোঃ কামরুজ্জামান সোহাগ,দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মিলন খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জাকির হোসেন,চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন স্বপন, সদস্য সচিব মোঃ আব্দুর রাজ্জাক আকন, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টুলু,শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বরিশাল জেলা ছাত্র দলের সহ সভাপতি সবুজ আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রেজা রুবেল, ছাত্রদল নেতা আকিব হোসেন ইমরান, চাঁদপাশা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জাকির,চাঁদপাশা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ হুমায়িন কবির, মাধবপাশা ইউনিয়ন যুব দলের নেতা মোঃ রিয়াজ হোসেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।