বাবুগঞ্জের এস এম শফিউল্লাহ অবসরপ্রাপ্ত বিমানবাহিনী সদস্য কল্যাণ সমিতির সহ-সভাপতি নির্বাচিত

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২ | আপডেট: ১০:৪৩:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

:আলোকিত মানুষ বাবুগঞ্জের কৃতি সন্তান দেশের প্রখ্যাত বিজনেস কনগ্লোমারেট “রুপায়ন গ্রুপ” এর সিনিয়র জেনারেল ম্যানেজার এ্যডভোকেট এস এম সফিউল্লাহ্ অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতির সহ-সভাপতি নির্বাচিত হলেন।

গত ১২ আগস্ট শুক্রবার সিটি পার্ক ইব্রাহিমপুর ঢাকায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বরিশাল বাবুগঞ্জের আলোকিত মানুষটি মাটি ও মানুষের সংস্পর্শে বিরাজমান প্রিয় এই ব্যক্তিত্ব ১৯৬২ সালের ২৮ এপ্রিল বরিশাল জেলাধীন বাবুগঞ্জ থানার রাজগুরু গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন । পিতা মো: ফজলুর রহমান সরদার এবং মাতা মমতাজ বেগম । নিজ গ্রামের স্কুলে প্রাথমিক পাঠ গ্রহনকালে যখন তিনি ৪র্থ শ্রেনীর ছাত্র, তখন স্বাধীনতা যুদ্ধ উত্তাল বাংলাদেশ। শৈশবে প্রতাহ্ম করা রক্তহ্ময়ী স্বাধীনতা যুদ্ধের স্মৃতি তাঁর মননশীলতাকে নাড়া দেয় এবং তৎপরবর্তী সময়ে ১৯৭৮ সালে বাবুগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, এবং সরকারী বিএম কলেজ, বরিশাল থেকে ১৯৮০ সালে এইচ এস সি পাস করার পর দেশ মাতৃকার টানে ১৯৮১ সালের সেপ্টেমম্বর মাসে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন । চাকুরীরত অবস্থায় কর্তৃপহ্মের অনুমতিক্রমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন এবং পরবর্তীতে যথারীতি রাষ্ট্র বিজ্ঞানে এমএস এস এবং আইন সাশ্ত্রে এল এল বি ডিগ্রী অর্জন করেন। এর পরেও তিনি থেমে থাকেননি বরং একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে দেশের অপরাপর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে উচ্চতর ডিগ্রী এবং পেশাগত উৎকর্ষতা সাধনের জন্য এম বি এ ডিগ্রী লাভ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ পরিচালিত ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন এল সি এম সি এলামনাই।

বিমান বাহিনীর চাকুরী থেকে অবসর প্রাপ্তির পর তিনি ঢাকা জজ কোর্টে আইনজীবি হিসাবে প্র্যাকটিস শুরু করেন এবং পরবর্তীতে করপোরেট ব্যাক্তিত্ব হিসেবে সুখ্যাতি অর্জন করেন।

তিনি পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজ সেবা , শিক্ষা বিস্তার এবং প্রকৃতি সংরক্ষনে উল্লেখ যোগ্য ভূমিকা রাখেন । রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যায়ের ম্যানেজিং কমিটির দুই বারের সফল সভাপতি এই ব্যাক্তিত্ব বিদ্যালয়টিকে দ্বিতল করার হ্মেত্রে সফলতা দেখিয়েছেন। তিনি এস কে এস শামসুল হক স্মৃতি সংসদেরও সভাপতি ছিলেন । লায়ন্স ক্লাবস্ ইষ্টারন্যাশনাল, ডিষ্ট্রিক্ট ৩১৫বি-৩ এর রিজিয়ন চেয়ারপারসন হিসাবে তিনি দীর্ঘ দিন মানবতার সেবায় কাজ করে আসসেন । ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতির সহ- সভাপতির দায়িত্ব পালন করা সহ তিনি বরিশাল জেলা ও বিভাগ সমিতির যথাক্রমে ভূতপূর্ব যুগ্ম সাধারন সম্পাদক ও আজীবন সদস্য। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গনচীন, ভারত, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, হংকং এবং মালয়েশিয়া ভ্রমণ করেন। জনকল্যানমূলক বহুমূখী কার্যক্রের সাথে সম্পৃক্ত অফুরান প্রানশক্তিতে ভরপুর সদা স্মীত হাসির প্রিয় এই অনুকরনীয় ব্যাক্তিত্ব পারিবারিক জীবনে দুই কন্যার জনক। তাঁরা উভয়ে বিবাহিতা। জ্যেষ্ঠ কন্যা ‘সাফা’ দেশের নতুনদের মধ্যে পেশাগতভাবে যোগ্য ও সফল একজন স্হপতি হিসেবে সুনাম অর্জন করেছেন এবং কনিষ্ঠ কন্যা ‘সাবরিনা’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে এবছর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।
মাসিক আলোকিত কন্ঠ পত্রিকার পরিচালনা পর্ষদের উপদেষ্টা হিসেবে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। মহামারী করোনাভাইরাস চলাকালে আলোকিত কণ্ঠ পরিচালনা পরিষদের ব্যানারে জনসচেতনামূলক লিফলেট বিতরণ ,মাস্ক বিতরণ , অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনায় মানুষের অক্সিজেন সংকট দেখা দেয়ায় বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান এবং শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে মানুষের সমাদৃত হয়ে আছেন । এছাড়া নিজ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে মসজিদ ও মাদ্রাসা পরিচালনায় সহায়তা করেন।

Print Friendly, PDF & Email