ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি এবং শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা বরিশালে অনুষ্ঠিত
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

এম.আর.প্রিন্স ঃ গতকাল ৩ আগস্ট বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয় মোঃ রুহুল আমিন তালুকদার, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ বেনজীর আলম, মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ড. মোঃ শাহজাহান কবির, মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ড. দেবাশিষ সরকার, সিনিয়র সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যরা ।
শুরুতে আলোচনায় অতিথিরা ধান নদী খাল এই নিয়ে বরিশালে আদি থেকেই খাদ্য শস্য উৎপাদনে এগিয়ে থাকা, অধিক ফসল উৎপাদনে অপার সম্ভাবনা এবং বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি, ধান সহ অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন ।
পরে প্রধান অতিথি কৃষি মন্ত্রী দেশের কৃষি উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। এছাড়াও আলোচনায় উঠে আসে পদ্মা সেতু সহ সমগ্র দক্ষিণাঞ্চলের অবকাঠামো গত ব্যাপক উন্নয়নের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা । যা কৃষি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা ও বৈপ্লবিক পরিবর্তন সাধিত করবে।