চিত্রনায়িকা পুষ্পিতা পপিকে প্রাণনাশের হুমকি,জিডি করলেন থানায়
Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu)
বিনোদন প্রতিবেদক

অনন্যা অনু, বিনোদন প্রতিবেদকঃ
বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তানিয়া সুলতানা। চলচ্চিত্রে ‘পুষ্পিতা পপি’ নামে তিনি পরিচিত। সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেন এই নায়িকা।
চাঁদপুরের হাজীগঞ্জ থানায় গত ১৩ জুলাই সাধারণ ডায়েরি করেন পুষ্পিতা। ডায়েরি নম্বর-৬৭০।
ডায়েরির লিখিত বক্তব্য অনুযায়ী পুষ্পিতা অভিনয় বাদ দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে এবং তাকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘তারপর তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পুষ্পিতার। এ ছাড়া ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমা দু’টিতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’।