
বাবুগঞ্জে হা-ডু-ডু খেলা দেখতে হাজারো দর্শক!
বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু (কাবাডি) খেলা। মঙ্গলবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার যুব সমাজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে সহাস্রাধিক দর্শক সমাগম হয়। এদের মধ্যে নারী দর্শকদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।
খেলায় অংশগ্রহণ করেন ওই এলাকার বিবাহীত একাদশ ও অবিবাহিত একাদশ ১১ জন করে খেলোয়াড়। উদ্বোধক হিসেবে ফিতা কেটে খেলার উদ্বোধন করেন দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মশিউর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সুজন ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আবু সুফিয়ান হাওলাদার, আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলাম বাবুল, প্রভাষক মোঃ সেলিম ফকির, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ। খেলায় বিবাহিত একাদশকে হারিয়ে অবিবাহিত একাদশ বিজয়ী হয়।
খেলার আয়োজকরা বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাকে ফিরিয়ে আনতে ও মানুষকে আনন্দ দিতে আমাদের এই আয়োজন। এ ছাড়াও যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এ আয়োজন। আগামীতে সহযোগিতা পেলে আরো বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে।