
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সাহিত্য নিকেতন, কুষ্টিয়ার বর্ষপুর্তি অনুষ্ঠান উপলক্ষে কবিদের মিলনমেলায় বর্ষসেরা কবি সম্মাননায় ভূষিত হলেন শিক্ষক,সাংবাদিক ও কবি নিহার বিন্দু বিশ্বাস। অনুষ্ঠানটি শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদ, ২২/১ তোপখানা রোড অনুষ্ঠিত হয়। বাংলা সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা ও অনুষ্টানের সমন্বায়ক ড.মোঃ হাফিজুর রহমান লিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন ।
সাহিত্যের বিভিন্ন শাখায় মোট ৪১ জন কবি, লেখক, সাহিত্যিক, ছড়াকারকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেন। এদের মধ্যে বর্ষসেরা কবি সম্নাননায় ভূষিত হলেন ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক , সাংবাদিক ও কবি নিহার বিন্দু বিশ্বাস। এর আগেও কবি নিহার বিন্দু বিশ্বাস তাঁর বিচিত্রধর্মী লেখা কবিতার উপর পেয়েছেন সম্মাননা স্মারক এর মধ্যে বিএসপিএস অ্যাওয়ার্ড ২০১২, শের ই বাংলা গুণীজন স্মারক ২০১১, এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডশন কর্তৃক সম্মাননা স্মারক,ইউনাইটেড টেলিফিল্ম স্টার অ্যাওয়ার্ড -২০১২। সাহিত্য বিশেষ অবদানের জন্য শুভেচ্ছা স্মারক ২০২০ পেয়েছেন ‘ স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকেও। কবির লেখা ও সম্পাদিত অনেক গ্রন্থ বাজারে রয়েছে। প্রতীক্ষার বাসর,সেঁজুতি ( কাব্যগ্রন্থ) উল্লেখযোগ্য। সম্পাদিত গ্রন্থের মধ্যে ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ‘ অন্যতম।