কালুখালীতে ৯৩ পিচ জাল টাকার নোট সহ গ্রেফতার ৪ জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ১, ২০২২ | আপডেট: ৪:৪৯:অপরাহ্ণ, মে ১, ২০২২ কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার হাইওয়ে থানা পুলিশ ৯৩ পিচ জাল টাকার নোটসহ ৪ জনকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধা ৬ টায় পাংশা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার তল্লাসী করে ওই টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা হলো মমতাজ বেগম(৫০),তাছলিমা বেগম(৩৫),শিউলি (২৩) ও প্রাইভেটকার চালক জামিন মোল্যা (২৮)। হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানায়, প্রাইভেটকারে চড়ে ৩ মহিলা কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। পথের বিভিন্ন জায়গায় এরা প্রাইভেটকার থামিয়ে জাল টাকার বিনিময় ছোটখাটো জিনিস কিনছিলো । হাইওয়ে থানা সোর্স বিষয়টি অবগত করলে তিনি থানার সামনে চেকপোষ্ট বসান। সন্ধা ৬ টায়( ঢাকা মেট্রো গ ১৭-৩১৪৬ ) সাদা রংয়ের প্রাইভেটকার এলে পুলিশ কারটি তল্লাসী করে।এসময় পুলিশ ওই কার থেকে ৭৮ টি জাল ১ হাজার নোট ও ১৫ টি জাল ৫ শ টাকার নোট উদ্ধার করে। এসময় পুলিশ প্রাইভেটকার চালকসহ কারে আরোহী ৩ মহিলাকে গ্রেফতার করে। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা হয়েছে। পুলিশের ধারনা গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সদস্য। আরও পড়ুন বর্তমান সরকারের আমলে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে : এমপি টিপু বিএনপি নেতা, সাবেক মেয়র আহসান হাবিব কামালের ইন্তেকাল