ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা ঝালকাঠি শহরে সফল হলেও রাজাপুরে পন্ড

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২ | আপডেট: ৪:৫৫:অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদল আয়োজিত আনন্দ শোভাযাত্রা পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির সভাপতি সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা ছাত্রদল। এ সময় পুলিশ তাতে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে শোভাযাত্রা পন্ড করে দেয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরন, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, জাহিদ হোসেন প্রমুখ। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণ শোভাযাত্রা বের করলে পুলিশ তাতে বাধা দিয়ে ছাত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, অনুমতি না দিয়ে মিছিল করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তা করতে দেওয়া হয়নি। তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।
অপরদিকে ঝালকাঠি শহরে জেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সাধনার মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাহের রোডস্থ শীতলাখোলা এলাকায় গিয়ে আনন্দ মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি খান আরিফুর রহমান, সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু, সদর উপজেলা সদস্য সচিব মুবিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহŸায়ক তুহিন মুমিন, শহর শাখার আহŸায়ক মনোয়ার হোসেন রানা, সরকারী কলেজ শাখা আহŸায়ক হাসিবুর রহমান প্রমুখ।
অন্যদিকে ঝালকাঠি জেলা ছাত্রদলের সহসভাপতি কেশব সুমন সরকার নেতৃত্বে পৃথকভাবে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে। এতে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, মোহাম্মদ রাব্বি, ইয়াসিন, রাসেল, নিরব, তামিম, রেদওয়ান তালুকদার, মাহফুজ তালুকদার সহ অনেক নেতাকর্মী। বৃহস্পতিবার সকালে তারা এ মিছিল করেন।

Print Friendly, PDF & Email