করোনায় মৃত্যু নেই, শনাক্তের হার ১-এর নিচে জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২ | আপডেট: ৫:৩৬:অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৪ জনের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৭২টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৭ হাজার ৪৫১টি। আরও পড়ুন একদিনের ব্যবধানে ফের বাড়লো সংক্রমণ ও মৃত্যু ৩০ দিনে ক’রো’নার সংক্রমণ-মৃ’ত্যু নিম্নমুখী