দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অনুষ্ঠান উদ্বোধন করলেন এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২ | আপডেট: ৫:২৮:অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

দিনাজপুর প্রতিনিধি – বাঙালীর অবিসংবাদিত নেতা, স্বাধীন সর্বভৌম্য বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা।

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা বর্তমানে কেন্দ্রীয়ক মিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান জুয়েলের সার্বিক তত্ত¡াবধানে ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তন দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান নোভেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা দিনাজপুর এর প্রধান উপদেষ্টা, সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনের কেক কেটে উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান অজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা আশফাক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

স্বাগত বক্তব্য রাখেন এফপিএবি দিনাজপুরের জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বাবু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষ।

শিশু সমাবেশ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদান অতিথি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপস্থিত শিশুদের সত্য কথা বলার অভ্যাস, দেশ প্রেমের দিক্ষায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্ণধার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার শপথ করিয়ে বলেন, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা সারা বিশ্বে ভাগ্যবান জাতি যে আমরা শেখ মুজিবুর রহমানের মত এজন মহান নেতাকে পেয়েছিলাম। তাকে আজীবন লালন ধারণ করার চর্চা তোমাদের করতে হবে। তখনই সম্ভব হবে যখন তোমরা দক্ষ মানুষ হয়ে এদেশকে প্রকৃত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে প্রজ্ঞা ঘোষ, শ্রেয়শী সরকার বিন্দু এবং নৃত্য পরিবেশন করে সুসমীতা চক্রবর্তী।

Print Friendly, PDF & Email