জগন্নাথপুরে সরকারী জমির মাটি উত্তোলন করায় আটক ৪, মুচলেকায় মুক্তি

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ | আপডেট: ৪:২৭:অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে অনুমতি ছাড়াই সরকারী জমির মাটি উত্তোলন করে মালিকানা জমি ভরাটের অভিযোগে অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কাজটি বন্ধ করে দেয়া হয়। এ সময় ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয় ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের সিনগার কান্দি নামক স্থানে সরকারি জমি থেকে একটি মহল সরকারী জমি কেটে মাটি উত্তোলন করে মালিকানা জমি ভরাট করে আসছিল। খবর পেয়ে পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাগন সেখানে গেলে বালিশ্রী গ্রামের মাইকেল মিয়া, আলতাউর রহমান, আব্দুল শহিদ, আব্দুল হাই ও মন্নান মিয়ার নেতৃত্বে সরকারী জমি থেকে মাটি উত্তোলন করতে দেখতে পান।

এ সময় তারা ভূমি থেকে মাটি উত্তোলন না করার জন্য অনুরোধ করলেও সেখানে থাকা উপস্থিত লোকজন ভূমি অফিসের কর্মকর্তাদের উপর ক্ষেপে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আলতাউর রহমান, আব্দুল শহিদ, আব্দুল হাই, মন্নান মিয়া সহ ৪ জনকে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন।

এ সময় প্রশাসনের উপস্তিতি টের পেয়ে সেখানে থাকা মাইকেল মিয়া নামের একজন পালিয়ে যায়। উপজেলা প্রশাসন কতৃক আটককৃতদের ঐদিন বিকালে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বালিশ্রী গ্রামের কিছু লোক সরকারি জায়গা থেকে মাটি কেটে তাদের মালিকানা জমি ভরাট করছিল। খবর পেয়ে সেখানে গিয়ে তাদেরকে বাধা দেই। উক্ত বাধা উপেক্ষা করে তারা কাজ করছিল ।

পরে ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করলে স্যার ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে ঘটনায় জড়িত লোকদের আটক করেন। এ ব্যাপারে ইউএনও মোঃ সাজেদুল ইসলাম জানান, বালিশ্রী গ্রামে কিছু লোক সরকারি জায়গা থেকে মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে সেখানে গিয়ে তাদের আটক করি। পরে তাদেরকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ##

Print Friendly, PDF & Email