বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার বর্ষপূর্তিতে ৪শত পরিবারের মাঝে কম্বল বিতরণ

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১ | আপডেট: ৬:৫৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১

বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার বর্ষপূর্তিতে ৪শত পরিবারের মাঝে কম্বল বিতরণ

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : মাসিক বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকা ২য় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার ৪শত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়েছে।

শুক্রবার( ১০ ডিসেম্বর ) পত্রিকার পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকাল ১০টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজের হল রুমে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পরিচালনা পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও আলোকিত কন্ঠ পত্রিকার সম্পাদক প্রভাষক সাইফুল রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাঃ আক্তার উজ-জামান মিলন।

এসময় বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ,
বাবুগঞ্জ থানার ওসি ( তদন্ত) মোঃ অলিউল রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া, রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ৪০০ কম্বল বিতরণ করায় বক্তারা পত্রিকার পরিচালনা পরিষদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
আলোকিত কন্ঠ পত্রিকার সম্পাদক প্রভাষক সাইফুল রহিম বলেন, ১ বছর পেরিয়ে ২য় বছরে পদার্পণ করতে যাচ্ছে আলোকিত কন্ঠ পত্রিকা ।
সত্যের পথে আমরা এই অঙ্গীকার নিয়ে পত্রিকাটি ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে এবং অর্জন করেছে জনপ্রিয়তা। আগামীর পথচলায় সকলের সহযোগীতা কামনা করছি।

Print Friendly, PDF & Email