সেচ্ছাসেবী সংগঠন সজাগ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১ | আপডেট: ৭:৫০:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১

সেচ্ছাসেবী সংগঠন সজাগ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন ‘সজাগ’ এর উদ্যোগে এবং গ্রামীণ জি সি চক্ষু হাসপাতালের পরিচালনায় আজ চাঁদপাশা হাইস্কুল ও কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সজাগ এর সভাপতি মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মোঃ আকিদুল ইসলাম আসলাম, উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক মোঃ ইসমাইল হোসেন, সৈয়দ ফারুকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন,সজাগ এর সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।
উদ্বোধক তার বক্তব্যে বলেন সজাগ এর কার্যক্রমে আমি গর্বিত। সংগঠনটি ইতিমধ্যে সমাজের অনেক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেটি আসলেই প্রশংসার দাবিদার। ভবিষ্যতে যেকোনো কার্যক্রমে তিনি সজাগ এর সাথে থাকবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেন এবং সংগঠনটি ফরম পূরন করে সদস্য পদ গ্রহণ করেন। উক্ত ক্যাম্প পরিচালনা করেন সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সুস্মিতা রানী।
এই সময় আরো উপস্থিত ছিলেন সহ-অধ্যপক মোহাম্মদ হোসেন,মোঃ আমিনুর রহমান, দিপক কুমার,ইঞ্জিঃ নয়ন,রাহাত মাহামুদ আরিফ মোঃআবুল হোসেন তৌকির হোসেন,রেদোয়ান সাগর , ইকবাল হোসেন, সাইফুল ইসলাম ফয়সাল হোসেন, সৈকত সহ অনেকে।

Print Friendly, PDF & Email