নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে চোখে কালো কাপড় বাধা হবে ’
আরিফ হোসেন আরিফ হোসেন
বাবুগঞ্জ প্রতিনিধি

নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে চোখে কালো কাপড় বাধা হবে ’
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে বাবুগঞ্জ থানাপুলিশ। ইতিমধ্যে বাবুগঞ্জ থানা এলাকার ৪টি ওয়ার্ডে কঠোর নজড়দারী করছে পুলিশ। ২৮নভেম্বর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ৪টি ভ্রাম্যমান পুলিশ টিম কাজ করছে। মোড়ে মোড়ে চেক পোষ্ট বসানো হয়েছে। নির্বাচনী উঠান বৈঠকে নিরাত্তা দানসহ বেশ কিছু পদক্ষেপ নিয়ে সুনাম কুড়িয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ। এদিকে সাম্প্রতিক প্রার্থীদের সাথে প্রশাসনের অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য কালে বাবুগঞ্জ থানার ওসি বলেন, নির্বাচনী আচারণ বিধি বাস্তবায়নে ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ। প্রয়োজনে চোখে কালো কাপড় বাধা হবে। এখানকার সকল প্রার্থী আমাদের পরিচিত এবং সবার সাথে সূ সম্পর্ক রয়েছে। সবার সমান অধিকার বাস্তবায়নে কঠোরতা দেখাবো আমরা। কোন দল বা গোষ্ঠিকে কোন বিশেষ সুবিধা দেওয়া হবে না। আশা করি আপনারা কোন অনৈতিক আবদার নিয়ে আসবেন না। প্রার্থীদের উদ্দিশ্যে তিনি বলেন, এতদিন আপনারা যা করেছেন ভুলে যান । এখন থেকে অসংগতি পেলে আইন প্রয়োগ করা হবে।
উল্লেখ্য ইতিমধ্যে তিনি আচরণ বিধি বাস্তবায়নে কঠোরতা দেখিয়ে সাধারণ জনগনের কাছে গ্রহনযোগ্যতা অর্জন করেছেন।