বাবুগঞ্জে ইলিশ শিকারের অপরাধে মৌসুমী দুই জেলের কারাদণ্ড আরিফ হোসেন আরিফ হোসেন বাবুগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১ | আপডেট: ১২:১৬:পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১ বাবুগঞ্জে ইলিশ শিকারের অপরাধে মৌসুমী দুই জেলের কারাদণ্ড বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় মৌসুমী দুই জেলের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত। কারাদণ্ড প্রাপ্তরা হলেন চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদী এলাকার রফিকুল ইসলাম জমাদ্দার (২০) ও লিটন হাওলাদার (৫০)। সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, আড়িয়াল খাঁ নদীর রফিয়াদী এলাকায় ইলিশ শিকার করা অবস্থায় কারেন্ট জালসহ কারাদণ্ড প্রাপ্ত দুইজনকে আটক করা হয়। আরও পড়ুন বাবুগঞ্জে পাখি শিকারের অপরাধে যুবককে ৬ মাসের কারাদণ্ড নলছিটিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা