ঝালকাঠিতে দীর্ঘ ৪৯ বছর পরে যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু সিনিয়র সাংবাদিক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১ | আপডেট: ৪:৩১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১ ঝালকাঠিতে ৪৯ বছর পওে যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দিনেও জেলায় যুবলীগের কোন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় এই সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উচ্ছাসিত। তারা আশা করছেন এই সভার পওে অতিদ্রæত সম্মেলনের মাধ্যমে যুবলীগের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে। যেখানে ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবে। শুক্রবার সকালে শহরের টিএন্ডটি সড়কের একটি কমিউনিটি সেন্টাওে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এবং প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম। ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির অনুষ্ঠানেসভা পতিত্ব করেন। এতে জেলা, উপজেলা ও পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিতসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্ধ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে ঠিক তখনই স্বাধীনতাবিরোধী চক্র এই উন্নয়নকে প্রতিহত করার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আর তাদের এই অপতৎপরতাকে রুখতে হলেযুবলীগ নেতা-কর্মীদেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরও পড়ুন ঝালকাঠিতে নদী ভাঙ্গন কবলিত দুঃস্থদের মাঝে চেক বিতরণ রাজাপুরে জঙ্গী সংগঠনের সদস্য সন্দেহে যুবক গ্রেপ্তার