‘মেসিকে দলে রাখার পূর্ণ চেষ্টা করেনি বার্সেলোনা’

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২১ | আপডেট: ১১:৩৩:পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২১

ফুটবল বিশ্বে এখন আলোচনার মূল বিষয় লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর। রোববার আনুষ্ঠানিকভাবে বার্সাকে বিদায় জানিয়েছেন মেসি। এর আগে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষ রাজি থাকলেও কিছু জটিলতার কারণে সম্ভব হয়নি নতুন চুক্তি।

তবে এখন নতুন তথ্য দিলেন বার্সা কমিশনের সাবেক সদস্য জাউম লোপিস। আর্জেন্টাইন জাদুকরকে দলে রাখার জন্য পূর্ণ চেষ্টা করেনি বার্সেলোনা- এমন অ’ভিযোগ এনে পদত্যাগ করেছেন লোপিস।সরাসরি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কথা বলেননি লোপিস। তবে জানিয়েছেন ক্লাবের প্রধান নির্বাহী ফেররান রিভা’র্টারের ক্রমাগত চাপের কারণেই মেসির বেতনের বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।

লোপিস মনে করেন, মেসিকে রাখার জন্য আরও চেষ্টা করতে পারত বার্সা। স্থানীয় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আরও ২৫ দিন বাকি ছিল। আমা’র মনে হয় না, (মেসিকে দলে রাখতে) যা যা করা সম্ভব ছিল তার পুরোটা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেসির ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার পূর্ণ ইচ্ছাই ছিল না। মেসির বিদায়ের ফলে বেতনের বিষয়টি সামনে এসেছে। কিন্তু ক্লাবে অনেক খেলোয়াড়, স্টাফ আছে যাদের কোনো প্রয়োজনই নেই। আরও অনেক কিছুই করা যেত, যা একদমই করা হয়নি।’

এসময় বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার সমালোচনা করতেও ছাড়েননি লোপিস। বিশেষ করে ইউরোপিয়ান সুপার লিগকে (ইএসএল) ঘিরে রিয়াদ মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও জ্জুভেন্টাসের প্রধান আন্দ্রে আগনেল্লির সঙ্গে বৈঠকের বিষয়টি দৃষ্টিকটু ছিল বলে মনে করেন লোপিস।তার ভাষ্য, ‘ইএসএল দুর্দান্ত প্রজেক্ট। কিন্তু এটা অনিশ্চিত। যখন মেসির বিদায়কে ঘিরে বার্সেলোনার সম’র্থকরা কা’ন্নারত, তখন লাপোর্তা কি না রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন! আমাদের নিজেদের ইমেজের দিকটিও খেয়াল রাখতে হবে।’

Print Friendly, PDF & Email