
মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলার রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে আজ (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। তাদের আবারও রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত সংস্থা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
এছাড়া বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা মামলায় রাজকে এর আগে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ এ মামলার রিমান্ড শুনানিও হবে বলে আদালত সূত্রে জানা গেছে।