মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিচে পড়ে প্রাণ গেল এনজিও কর্মীর

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২১ | আপডেট: ১২:১৭:পূর্বাহ্ণ, জুন ১০, ২০২১

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে বার্জার পেইন্টের কার্ভাড ভ্যানের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এমারত হোসেন (৪৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এসময় দুই জন আহত হয়। বুধবার (৯ই জুন) দুপুরে মাদারীপুর শকুনি লেকের পাশে স্বাধীনতা অঙ্গনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমারত হোসেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দাড়াদিয়া গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বার্জার পেইন্টের একটি রং এর কাভার্ড ভ্যানের সাথে গণ-উন্নয়ন প্রচেষ্টার একজন এনজিও কর্মীর মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এমরাত নিহত হয়। এসময় আহত হন কার্ভাড ভ্যানের গাড়ির চালক ও সহকারি। আহত দুইজন কে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এবং দুইজনকেই আটক দেখানো হয়েছে।

মাদারীপুর সদর ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলম মৃধা বলেন, আমি দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই। এর পর জানতে পারি অপর পাশ থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলেই নিহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক কে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম বলেন, আমরা কাভার্ড ভ্যান চালকে আটক করে থানায় রেখেছি। তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email