বরগুনার আমতলীতে প্রতিবন্ধি শিশু পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন।

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১ | আপডেট: ২:০১:পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

আমতলী উপজেলার বে-সরকারী সংস্থা এসএসডিপির উদ্যোগে প্রতিবন্ধি শিশু পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়। শুক্রবার দুপুরে এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান।
জানাগেছে, আমতলী উপজেলার বে-সরকারী সংস্থা এসএসডিপির উদ্যোগে অটিষ্টিক ও প্রতিবন্ধি শিশু বিশেশায়িত বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। ওই বিদ্যালয়ে ১’শ ৭২জন প্রতিবন্ধি শিশু রয়েছে। ওই শিশুগুলোর মধ্যে ১২ শিশু পরিবারকে খাদ্য সহায়তা বিতরন করা হয়। শুক্রবার দুপুরে আমতলী ডাকবাংলো প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি মোঃ খায়রুল বাশার বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল-আলম নবিন প্রমুখ।

Print Friendly, PDF & Email