
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।।
দেশে কোভিট-১৯ মহামারী করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত দ্বিতীয় লকডাউন কঠোর ভাবে চলছে পটুয়াখালীর দশমিনায়। বুধবার সকালে শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ প্রশাসনে পক্ষ থেকে বিভিন্ন স্থানে বসাব্যানার্জীনো হয়েছে চেক পোস্ট। শহরের দোকানপাঠ খোলা হয়নি, লঞ্চ ঘাট ছিল ফাঁকা ও বাস পরিবহনও বন্ধ ছিলো। তবে স্বাস্থবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেছে মাছ এবং কাচাঁবাজার খোলা ছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরের মোবাইল টিম অব্যাহত আছে। পহেলা বৈশাখ থাকার কারনে সরকার অফিস আদালত, কোর্ট-কাছারি, ব্যাংক বীমা সব বন্ধ ছিল।