ফেসবুকে নারী চিকিৎসককে নগ্ন ও অশ্লীল ছবি, যুবক গ্রেপ্তার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১ | আপডেট: ৭:১২:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

বগুড়ার শেরপুর উপজেলায় ফেসবুকে নারী চিকিৎসককে উত্ত্যক্তের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদ আহম্মেদ (২৪) শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের আবু হানিফের ছেলে।

৭ মার্চ শহরের হাসপাতাল রোড এলাকার ওই নারী চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠায় অভিযুক্ত রাশেদ। তারপর থেকে প্রতিনিয়তই অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠাতে থাকেন। এই ধরনের কর্মকাণ্ড না করতে তাকে বলা হয়। কিন্তু তিনি উত্ত্যক্তের মাত্রা আরও বাড়িয়ে দেন। গত ৪ দিন থেকে ম্যাসেঞ্জারে নগ্ন ও অশ্লীল ছবি পাঠানো শুরু করেন রাশেদ। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক মামলা দায়ের করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আসামিকে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email