
মাদারীপুরে আলোর দিশারী বয়েজ ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।শুক্রবার সন্ধ্যায় মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তুহিন দর্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম দর্জীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াস শিকদার,সজিব সরদার, উপবৃত্তি সম্পাদক মাহমুদ দিনার ও সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাওন মাতুব্বর প্রমুখ ।এসময় উপস্থিতিরা ক্লাবের শুভ কামনা করে ক্লাবের ২ জন সদস্য প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
ক্লাবের প্রধান উপদেষ্টা ইউসুফ দর্জী বলেন এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, করোনা কালীন সময়ে মানুষের সুখে দুখে পাশে আমরা ছিলাম আছি থাকবো।