বাবুগঞ্জে করোনা সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের প্রচারাভিযান অব্যাহত

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১ | আপডেট: ১১:৩৫:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১

আরিফ হোসেন: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার ১৮ টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে জনসাধারণকে সচেতন করতে প্রচারাভিযান অব্যাহত রেখেছে।
মঙ্গলবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট ও সচেতনতা মূলক প্রচারাভিযান পরিচালনা করা হয় ।
এ সময় বাজারে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৬জনকে ৮ হাজার টাকা জরিমানা এবং উপজেলা প্রশাসনের লোগো যুক্ত মাস্ক বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, করোনার সংক্রামণ বাড়ায় সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। করোনা সংক্রামণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা এবং জনসাধারনের মাঝে মাস্ক বিতারন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় এয়ারপোর্ট থানা পুলিশ এ অভিযানে সহযোগীতা করেন ।

Print Friendly, PDF & Email