বরগুনায় নৌকার কর্মীকে রক্তাক্ত করলো স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১ | আপডেট: ৪:৪২:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১

বরগুনার আমতলীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত নৌকার দুই কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় আড়পাঙ্গাশিয়া ইউপি কাযার্লয় সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের (আনারস) সমর্থকরা তাদের ওপর হামলা করে। একপর্যায়ে তাদের পিটিয়ে রক্তাক্ত করে। আহত আব্দুর রহমান (৪০) এবং স্থানীয় আবুল কালামের স্ত্রী রাবেয়া বেগমকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার সকাল ৯টায় ইউপি কাযার্লয় সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের (আনারস) সমর্থকরা দা, রামদা ও বাঁশের লাঠি নিয়ে নৌকা মার্কার নিবার্চনী অফিস খোলার সময় আব্দুর রহমানকে কুপিয়ে আহত করে। এরপর ওখান থেকে তারা নৌকার অপর কর্মী আবুল কালামের বাড়ি গিয়ে তাকে খুঁজে না পেয়ে স্ত্রী রাবেয়াকে পিটিয়ে আহত করে।

তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলছেন, এটি নিবার্চনী সহিংসতা নয়। বরং পারিবারিক দ্বন্দ্ব। আমার কোনো সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমাদের শুধু শুধু দোষারোপ করা হচ্ছে।’

Print Friendly, PDF & Email