সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১ | আপডেট: ১০:৪২:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নে চন্ডিবর্দী এলাকায় সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার দুধখালি ইউনিয়নের ৩০ নং চন্ডিবর্দী মৌজার ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বিল্ডিং নির্মাণ করে বসবাস করছে ফাতেমা বেগম।

স্থানীয় আবুল কালাম আজাদ বলেন, আইনের তোয়াক্কা না করেই কয়েক বছর ধরে বিল্ডিং নির্মাণ করে বসাবস করছে ফাতেমা বেগম । তবে দুধখালি ইউনিয়ন ভূমি অফিস অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিস দিয়েছে বলে নিশ্চিত করেন তিনি। তিনি আরো বলেন,
বারবার তাদের নির্মাণ কাজ বন্ধ করতে বললেও তারা শুনেননি।

এব্যপারে ফাতেমা বেগম বলে,
আমাকে সরকারি লোকজন জায়গা মেপে দিয়েছে। আমি আমার জায়গায় ভবন করেছি।

এ ব্যাপারে দুতখালি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বলেন, আমি কোনো অনুমতি দেয়নি। তারা অবৈধ ভাবে ঘর নির্মাণ করছে।

দুধখালি ইউনিয়ন ভুমি কর্মকর্তা আলেয়া আক্তার বলেন, উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে। তিনি জেলা প্রশাসকের বরাত দিয়ে বলেন, সবার সাথে আলোচনা করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, অবৈধ ভাবে কেউ সরকারি জমি দখল করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email