কেদারপুরে লাভলু মেম্বারেই জনতার আস্থা!

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২১ | আপডেট: ১২:১৯:অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য লাভলু খান এর উপর এলাকাবাসীর আস্থা অক্ষুন্ন রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আবারো জনগনের চাওয়ার প্রেক্ষিতে ইউপি সদস্য পদে টিউবওয়েল প্রতীকে প্রার্থীতা করছেন। প্রচারনার প্রথম থেকেই নুতুন পুরাতন ভোটারদের ব্যাপক সারা পাচ্ছেন। ওয়ার্ডটিতে ৩ সহস্রাধিক ভোটের মধ্যে কাষ্ট ভোটের ৭০% ভোট পেয়ে পুনরায় বিজয়ী হবে বলে চায়ের দোকানে আলোচনায় স্থানীয় কয়েকজন ভোটার করান হিসাবে বলছিলেন, “লাভলু মেম্বার একজন সৎ, সাহসী ও পর উপকারী হিসাবে এলাকায় সুনাম রয়েছে। তিনি বিগত দিনে এলাকার সাধারন জনগনের ডাকে দিন-রাত পরিশ্রম করেছেন। নিজে ঝুকি নিয়েও রাতের আধারে মানুষের বিপদে আপদে ছুটে যাওয়ার নজির স্থাপন করেছেন। সুষ্ঠ ও নিরাপেক্ষ ভোট হলে জনগনের রায় ইউপি সদস্য প্রার্থী লাবলু’র টিউবওয়েল প্রীতিকের পক্ষে যাবে”। তিনি বলেন, আমি আওয়ামীলীগ করলেও এলাকাবাসী আমাকে দলবল নির্বিশেষে বিগতদিনেও ভোট দিয়েছে এবারও তার ব্যাতিক্রম ঘটবে না। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছি। ভোটারদের আন্তরিকতায় আমি মুগ্ধ। নির্বাচিত হয়ে বিগত দিনের ন্যায় আমি এলাকাবাসীর খেদমত ও বিপদে আপদে পাশে থাকার সূযোগ চাই।

Print Friendly, PDF & Email