
অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে
মাদারীপুরে নারীসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ ও অনুসন্ধানে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে মাদারীপুর পৌর শহরের পুরান বাসস্ট্যান্ড এর মোটেল মতিতে (আবাসিক) অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো,মোটেল পরিচালক কুকরাইল এলাকার আল জাকির( ৪২)। ১নং শকুনি এলাকার আলমগীর শিকদারের ছেলে হারুণ শিকদার (৩৫)। শিবচরের ভান্ডারীকান্দি এলাকার আবুল কালাম ব্যাপারীর ছেলে মোক্তার হোসেনসহ (২৩) দেহ ব্যবসার সাথে জড়িত আরো পাচঁ নারী। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই এসএম ফরহাদ রাহী মীর বাদী হয়ে সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান(প্রশাসন ও অপরাধ) বলেন, মোটেল মতিতে মেয়েদের রেখে দেহ ব্যবসা চলছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখানে গিয়ে নারীসহ ৮জনকে আটক করে। এঘটনায় সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জিএম/নাজমুল