ঝালকাঠির ৩১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৩ জনের মনোনয়নপত্র জমা
মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু
সিনিয়র সাংবাদিক

ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ(বৃষ্পতিবার) দিনে চেয়ারম্যান পদে ১২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতিটি ইউনিয়নে একজন করে আওয়ামী লীগ মনোনিত ও একজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন। অন্যদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ১ হাজার ৫৯ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৩২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ১১ এপ্রিল ৩১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সাধারণ সদস্য পদে ২২৭ জন, সংরক্ষিত সদস্য পদে ৮৮ জন, নলছিটি উপজেলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩৪২ জন, সংরক্ষিত সদস্য পদে ১০২ জন, রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ২২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৬ জন ও কাঁঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ২১৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৬ জন মনোনয়নপত্র জমা দেন।